দুইটি শালিক উড়ে
যায় চলে যায় দূরে
আবার এসে ছাদে বসে
ডাকে মধুর সুরে!
দুইটি শালিক ছাদে
হাসে আবার কাঁদে
মিলেমিশে মনের সুখে
নিজের বাসা বাঁধে!
দুইটি শালিক সুখী
ভাবনা জীবনমুখী
স্বপ্নগুলো বুকে পুষে
চায় না নিতে ঝুঁকি!