সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শরৎ নদীর পাড়ে

সুপদ বিশ্বাস
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

খোকা-খুকু আয় না আমার কাছে,

শরৎকালের দেখবি চমক আছে!

চল্‌ না যাব ঘুরতে নদীর পাড়ে,

দেখবি কাশের শ্বেত বসনে

কেম্নে নজর কাড়ে।

পাল তোলা নাও ভরা নদীর বুকে,

দাঁড় বেয়ে যায় মাঝি মনের সুখে।

নীল আকাশে মেঘের রাশি ভাসে,

ঢেউয়ে মিশে রোদের আলো

মিটমিটিয়ে হাসে।

শ্বেতবলাকা দূর আকাশে মেশে,

মালা গেঁথে যায় যে নিরুদ্দেশে।

ঝিরঝিরিয়ে বাতাস সারাবেলা,

আলো-ছায়ায় মিলেমিশে

শুধুই করে খেলা।

নদীর পাড়েই ধানকুমারী দোলে,

ফড়িং-ঝিঁঝি খুশির ডানা খোলে।

কাশের বনে উঠবি খেলায় মেতে,

এমন দিনেই নদীর পাড়ে

চায় না কী মন যেতে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে