শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

যদি

রেবেকা ইসলাম
  ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
যদি

যদি আমার থাকত ডানা পাখির মতো উড়ে

শব্দমাখা নগর ছেড়ে চলে যেতাম দূরে

তুলো তুলো ধূসর সাদা মেঘের বাড়ি ফুঁড়ে

সবুজ পাহাড় চূড়ে।

দু'চোখ বুঁজে টেনে নিতাম ধুলিকণার ঘ্রাণ

শান্ত হয়ে শুনে যেতাম নীলাকাশের গান

কিংবা দূরে ঝরনাধারার মিষ্টি কলতান

জুড়িয়ে যেত প্রাণ।

দু'হাত ভরে মেখে নিতাম আলতো রোদের রেশ

রঙধনুর ওই রঙে হতো আকুল হৃদয়দেশ

হাওয়ার তোড়ে এলোমেলো হতো আমার কেশ

মুগ্ধ পরিবেশ!

উড়ে যেতাম ফুলের আভা মেখে আমার বুকে

শিরিশিরি পাতার আওয়াজ মনের ভেতর ঢুকে

পাতায় ভরা গাছের শাখা দেখত আমায় ঝুঁঁকে

দিন কাটাতাম সুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে