শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ইশ্‌কুল

মিতুল সাইফ
  ১৯ মে ২০২৪, ০০:০০
ইশ্‌কুল

ইশ্‌কুল ইশ্‌কুল তুই বড় দুষ্টু,

তোর কোন কাজ কাম হয় না তো সুষ্ঠু।

ভোলা স্যার কান ধরে দেয় কত ঝাকিয়ে,

তুই শুধু মজা করে হেসে যাস তাকিয়ে।

তোর লেখাপড়া নেই, নেই কোনো ঠ্যাঙানি,

পড়া ভুলে বন্ধুর প্যাঁচা মুখ ভ্যাঙানি।

রোজ রোজ বকা খাই বসে তোর কামরায়,

দেখে শুনে মাথা ঘোরে জ্বালা ধরে চামড়ায়।

তবু তুই বন্ধু যে, সুখে দুখে সঙ্গী

তোর কথা মনে পড়ে ঢাকা থেকে টঙ্গি

যেখানেই ছুটে যায় মনে পড়ে তোকে তো

বড় আপনের মতো তুই বুকে-চোখে তো!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে