শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দাদু যে রেলগাড়ি

আসাদুজ্জামান খান মুকুল
  ১৯ মে ২০২৪, ০০:০০
দাদু যে রেলগাড়ি

আদু দাদুর অনেকগুলো আছে নাতনী-নাতি,

এরা সবাই দাদুর সঙ্গ দেয় যে দিবস-রাতি।

দাদুও বড়ো রসিক কতো গল্প বলে রসে,

নাতি-নাতনী এতে সবাই পাশে থাকে বসে।

কোথাও যেতে দাদুর সাথে ধরে ভীষণ আড়ি,

চড়ে সবাই দাদুর পিঠে দাদু হয় রেলগাড়ি!

এটা ওটার বায়না তারা প্রতিদিনেই ধরে,

তারই তরে দাদুকে যে টানাটানিও করে।

নাতি-নাতনী নিয়ে দাদু ভাবছে মারছে ছক্কা,

একদিন শুনি টানাহ্যাছড়ায় পেলো দাদু অক্কা!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে