logo
রোববার, ২৫ অক্টোবর ২০২০ ৯ কার্তিক ১৪২৭

  অনলাইন ডেস্ক    ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০  

খোকার বায়না

আতিক বিন ওয়াহিদ

ছোট্ট খোকা বাবার কাছে

খুব ধরেছে বায়না

বই মেলাতে যাবে এবার

আর সে কিছু চায় না।

জেদ করেছে মায়ের সাথে

কিছুই তো আর খায়- না

বই মেলাতে নিতে হবে

ছোট্ট খোকার বায়না।

বই মেলাতে যাবে খোকা

কিনবে নতুন বই

বই হলো যে জ্ঞানের সাগর

হবে জ্ঞানের মই।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে