আকাশের বাঁকা চাঁদ
জোছনার ফুল
তেল দিয়ে বাঁধে দাদু
আয়নার চুল।
দুই পাশে দুই বেণি
লালফিতা নাচে
আয় বলে ডাক দিলে
ছুটে আসে কাছে।
মাঝে মাঝে আয়না
খোঁপা করে চুলে-
দাদু এসে আয়নাকে
নেয় কোলে তুলে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd