logo
শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  হাট্টি মা টিম টিম ডেস্ক   ২১ মার্চ ২০২০, ০০:০০  

রহস্যময় ড্রাগন ফুল

ড্রাগন ফুল এক রহস্যময় ফুল। মাথার খুলির মতো দেখতে শুকিয়ে যাওয়া এই ফুলটির দিকে তাকালে বিশ্বাস করা কঠিন যে, এই ফুলটি ফোটার সময় কত সুন্দর ছিল। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অহঃরৎৎযরহঁস সধলঁং। ইউরোপ কিংবা উত্তর আমেরিকার শৌখিন মানুষের বাগানের অতি পরিচিত একটি ফুলের নাম ড্রাগন ফুল। বাহারি বর্ণের আকারে বেশ বড় এই ফুলটি ফুটে থাকার সময় দেখতে অতি চমৎকার হলেও যখন এর পাপড়ি শুকিয়ে মরে যায় তখন তা ভয়ঙ্কর মাথার খুলির আকৃতি ধারণ করে। আর এই কারণেই ফুলটির নাম রাখা হয়েছে ড্রাগন ফুল। রানী ভিক্টোরিয়ার শাসনামলে অদ্ভুতরূপের জন্য ড্রাগন ফুলকে বঞ্চনা, সন্দেহ ও রহস্যময়তার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে