মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভুল নিয়মে গোসল করলে হতে পারে ব্রেন স্ট্রোক

নতুনধারা
  ২৫ মে ২০২২, ০০:০০

গোসলের সঠিক নিয়ম না জানলে হতে পারে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক! প্রথমেই গোসলের সময় আমরা মাথায় পানি দিই। এটি অজান্তেই ডেকে আনে বিপদ। বাড়িয়ে দেয় স্ট্রোকের আশঙ্কা। বয়স ৪০ বছরে পেরিয়ে গেলে এ বিষয়ে সচেতন হওয়া দরকার।

গোসলের প্রথমেই মাথায় পানি দিয়ে চুল ভেজালে শরীরের রক্ত অনেক সময়ই দ্রম্নত মস্তিষ্কে আঘাত করে। এতে মস্তিষ্কের অনেক কোষ ও ধমনি একসঙ্গে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর ঠিক এই কারণেই ব্রেন স্ট্রোক বাথরুমেই বেশি হয়ে থাকে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই কারণে হওয়া স্ট্রোক অন্তত ভয়াবহ ও দুরারোগ্য। এই স্ট্রোকে মানুষ বেশির ভাগ সময় পক্ষাঘাতে আক্রান্ত হন অথবা মৃতু্যর মুখে পৌঁছে যান এবং এই ঘটনার সংখ্যা বর্তমানে বেড়েই চলেছে।

গোসলের সময় সবার প্রথমে শরীরের নিচের অংশ থেকে গোসল শুরু করুন। পায়ের পাতা ভেজান, তার পরে কাঁধ পর্যন্ত ভেজান। সবার শেষে মুখ ও মাথায় পানি ঢালুন।

ঘুম থেকে উঠেই গোসল করতে গেলে তা ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা বহু গুণ বাড়িয়ে দেয়। কারণ এই সময়ে আপনার মস্তিষ্কে সঠিকভাবে অক্সিজেন পৌঁছায় না। ঘুম থেকে উঠে অন্তত ১৫ মিনিট সময় নিন। তার পরেই গোসল করতে যান।

এছাড়াও স্ট্রোক এড়াতে কিছু বাড়তি নিয়ম মেনে চলুন-

দ্ব প্রতিদিন নিয়ম করে ৪০ থেকে ৫০ মিনিট হাঁটুন।

দ্ব শরীরে মেদের পরিমাণ কমান।

দ্ব ডায়াবেটিকস ও বস্নাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

দ্ব কোষ্ঠকাঠিন্য অবশ্যই দূর করতে হবে।

দ্ব প্রতি দিনের ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি ও ফল। ঝাল-মসলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন।

দ্ব নিয়ম করে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম অবশ্যই প্রয়োজন।

দ্ব ধূমপানের নেশা ত্যাগ করা প্রয়োজন।

দ্ব কোনো রকম সমস্যা হলেই চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করতে হবে।

য় সুস্বাস্থ্য ডেস্ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে