শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোকের আগস্ট

মিয়াজী তোফায়েল আহমাদ
  ১৬ আগস্ট ২০২২, ০০:০০

আগস্ট এলে মনে পড়ে

শেখ রাসেলের কথা,

বঙ্গবন্ধুর ওপর জুলুম

নির্মম বর্বরতা।

আগস্ট এলে কানে শুনি

মৃতু্যর আহাজারি,

গ্রেনেড হামলা প্রাণ হারায়

কত নর-নারী।

আগস্ট এলে হৃদয় কাঁদে

কত স্মৃতি ঘিরে,

সমাজকর্মী রাজনীতিবিদ

আসবে না আর ফিরে।

আগস্ট এলেই কত স্মৃতি

কত শোকের ছায়া,

আগস্ট ঘিরে হৃদয় নীড়ে

তাদের প্রতি মায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে