সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

রাসেল নামের খোকা

মো. জোবাইদুল ইসলাম
  ১৬ আগস্ট ২০২২, ০০:০০

রাসেল নামের ছোট্ট খোকা

যখন ছিল দেশে

ফুল-পাখিরা তারই সাথে

করত খেলা হেসে।

হাস ছানারা পুকুর জলে

চলতো ভেসে ভেসে

রাসেল তখন হারিয়ে যেত

শাপলা ফুলের দেশে।

রাসেল নামের খোকা ছিল

বাবা-মায়ের প্রিয় খুব

সন্ধ্যে হলে বই নিয়ে সে

পড়ার মাঝে দিত ডুব।

রাসেল খোকা চলে গেল

স্মরণ করি তাকে

কবর দেশে হাসি-খুশি

ভালো যেন থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে