রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
walton

নতুন বছর নতুন দিনে

এম এ রহমান
  ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

পশ্চিম আকাশ সূর্য ডুবে,

'স্বপ্ন' লেখেন কবি

পুব আকাশে নতুন দিনের

ওঠে তখন রবি।

কত গল্প, হাসি-কান্না

\হগেল বছর ঘিরে

নতুন বছর ফুলে ফুলে

সাজুক সবার নীড়ে।

নতুন বছর নতুন উদ্যম

নতুন দিনের গানে

রঙিন ধরা নতুন দিনে

হাসুক সবার প্রাণে।

নতুন বছর নতুন দিনে

নতুন ছন্দ দিয়ে

একটি ছড়া লিখি সবাই

'সুন্দর ধরা' নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে