রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
walton

শীতে রসের পিঠা

নাদিরা বেগম
  ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

শীত আগমনে পড়ল সাড়া

পিঠার উৎসবের পড়ল তাড়া

গাছির মাথায় রসের হাঁড়ি

ঘুরছে গাছি বাড়ি বাড়ি।

দলে দলে কিনছে রস

জিভে জল ঝড়ে টস টস

পাড়া পড়শি সবাই মিলে

পিঠা বানায় হেসে খেলে।

রসের পিঠা খেতে মিঠা

নকশি আর পোয়া পিঠা

ফিরনি পায়েস পাটিসাপটা

\হনানা রকম রসের পিঠা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে