শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশিয়ানীতে শিক্ষকদের সম্মাননা

মো. নিজামূল আলম মোরাদ
  ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০

গোপালগঞ্জের কাশিয়ানীতে যায়যায়দিন ফ্রেন্ডস্‌ ফোরাম ও সমমনা শিক্ষক সমাজ গত শুক্রবার কাশিয়ানীতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষদের সম্মাননা প্রদান করেছে।

উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, অফিসার ইনচার্জ মো. ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সম্পাদক মো. শরাফত হোসেন লাবলু, পিংঙ্গলিয়া সিদ্দিকীয়া সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, কাশিয়ানী প্রেস ক্লাবের সভাপতি ও ফ্রেন্ডস্‌ ফোরামের সভাপতি মুন্‌শী ওয়াহিদুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস্‌ ফোরামের উপদেষ্টা মো. নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন।

কাশয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন ও প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান মিটুর সঞ্চালনায় ও সমমনা শিক্ষক সমাজের সভাপতি আলহাজ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস্‌ ফোরামের সহ-সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. সুলতানুল আলম খান, কাশয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন, ফ্রেন্ডস্‌ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো. হাবিবুর রহমান হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান দুলাল, প্রেস ক্লাবের কোষাধক্ষ্য মো. তাইজুল ইসলাম টিটন, সমমনা শিক্ষক সমাজের অর্থ সম্পাদক শেখ মো. নূর মোহাম্মদ, সাবেক প্রধান শিক্ষক ফ্রেন্ডস্‌ ফোরামের উপদেষ্টা মোল্যা আবুল বসার।

আনুষ্ঠানিকভাবে সংগঠন দুইটি উপজেলা এলাকার মোট ১৫ জন সম্মানীত অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সংবর্ধনা দেন তারা হলেন-

কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফিরোজ আহমেদ, বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ হাজারী,ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুর রহমান, শরীর চর্চা শিক্ষক মো. নায়েব আলী মৃধা, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, জয়নগর ইয়ার আলী কালেজের শরীর চর্চা শিক্ষক মো. জাহিদুর রহমান খান ঠাকুর, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধীমান দেবনাথ, পিংঙ্গলিয়া সিদ্দিকীয়া সিনিয়র কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক শরীফ ওবায়দুর রহমান, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হিমায়েত উদ্দিন, সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক কে এম আকরামুজ্জামান, ফুকরা মদন মোহন একাডেমির সহকারী শিক্ষক গৌরাঙ্গা কুমার বিশ্বাস, বাগিয়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম সাজ্জাদ হোসেন, পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান, বাগঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভক্তি বিকাশ ঘোষ, কাশিয়ানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা নাজমুন নাহার।

সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিরা এবং সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সংগঠন দুইটি প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠান করে শিক্ষকদের সম্মানিত করেন। সারা জীবন শিক্ষকতা করে শিক্ষকরা কি পায়! তাদের জন্য সমাজের কেউ কিছু করে না। এই সংগঠন দুইটি তাদের সাধ্য মতো চেষ্টা করে। সমাজের বিভিন্ন এলাকা থেকে খুঁজে খুঁজে বের করে তাদের সংবর্ধনা দিয়ে থাকে। তারা নিয়মিত কাশিয়ানীতে সামাজিক কাজ করে। তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে