শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

মধুর ক্ষতি

দীপান্বিতা চৌধুরী
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সন্ধ্যা নদীর হাতছানি আর

আকাশজুড়ে সাদা মেঘের ভেলা

মৌনতাতেও ছন্দ ছিল

সেদিন সন্ধ্যাবেলা।

কেউ ছিল না আমার সাথে

কেবল ছিল তোমার প্রেমের স্মৃতি,

কী যে ভালো লাগছিল সেই

সব হারানোর ক্ষতি!

মেঘ-বাতাসের আলাপনে

অনন্ত সেই দিনগোনা

জন্মে জন্মে করব এই

মধুর ক্ষতির প্রার্থনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে