শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

ফেব্রম্নয়ারি মাস

ওলি মুন্সী
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পলাশ শিমুল হাসতে দেখে

বাঁশ বাগানের বাঁশ

এইতো বুঝি এলো এলো

ফেব্রম্নয়ারি মাস।

বর্ণগুলো স্বর্ণ হয়ে

জ্বলছে যখন মাঠে

খোকাখুকি আসছে তখন

বিদ্যালয়ের পাঠে।

তাইতো দেখি ডাকছে কোকিল

দোয়েল বাজায় বুলি

ভাষার তরে মরল যারা

কেমন করে ভুলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে