শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

বুকের কবর

কবির কাঞ্চন
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

প্রতিটি মানুষের বুকের গহিনে জড়িয়ে আছে একটি জীবন্ত কবর।

যেখানে রোজ রোজ কত অভিমানের মৃতু্য হয়। আবার প্রিয়জনের সান্নিধ্যে

জেগে ওঠে প্রাণ।

রক্তাক্ত জখম বুকের কবরে

দখিনা বাতাস বইতেই

নতুন করে বাঁচার স্বপ্নে

বিভোর হয়ে ওঠে সে।

এরই নাম ভালোবাসা।

এই ভালোবাসা আছে বলেই হয়তো আমরা বেঁচে আছি। বেঁচে থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে