শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

বর্ণমালার গান

বারী সুমন
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বর্ণমালার গানে গানে

পাখিরা সব গায়

একুশ একুশ এলো

আজ আমাদের গাঁয়।

ঢাকার বুকের রাজপথে

ঢেলে দিল রক্ত

রক্ষা করল মায়ের ভাষা

ধরলো মুঠি শক্ত।

মায়ের ভাষায় কথা বলি

গাই বাংলার গান

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার প্রাণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে