মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অমর কবিতা

বিলস্নাল মাহমুদ মানিক
  ০৬ মার্চ ২০২৩, ০০:০০

এমন কবিতা কখনো লেখেনি কেউ

তার মতো করে, যেন সাগরের ঢেউ

মানুষের মনে গর্জে উঠেছে মার্চে;

সেই কবিতার দাম অবিরাম বাড়ছে।

সেই কবিতায় সাহস পেয়েছে লোকে

স্বাধীনতা পেতে, শক্তি পেয়েছে শোকে

যার যা ছিল সে তাই নিয়ে নেয় হস্তে;

বিজয়ের পথ হয় না আসলে সস্তে।

লাখো জনতার সামনে দাঁড়িয়ে থেকে

আবৃত্তি করা, দ্রোহের আবেগ মেখে

এমন কবিতা সৃষ্টি হবে না আর তো;

বজ্রকণ্ঠে আগুনের গোলা ছাড়ত।

সেই কবিতার প্রতিটি শব্দ, বাক্য

দেশপ্রমিকের, ইতিহাস দেয় সাক্ষ্য

কালের গর্ভে হারাবে না কোনোদিন তা;

বিজয়ী বাঙালি নাচে রে তাধিন ধিন তা।

একাত্তরের মার্চের সাতে যিনি

লিখেছেন সেই কবিতা, অমর তিনি

রাজনীতিবিদ কবি শেখ মুজিবুর যে;

তার নামে বাজে কত গান সুমধুর যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে