সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী আয়োজন

দাখিল পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ

মাসুম পাঠান
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম কটিয়াদীর বন্ধুরা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা শেষে ফটোসেশনে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল, কলম ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা। গত সোমবার দুপুরের কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যায়যায়দিন কটিয়াদী উপজেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাসুম পাঠান। উপস্থাপনায় ছিলেন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম। বক্তব্য রাখেন কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আলী, সিনিয়র মাওলানা মোহাম্মদ ইসামউদ্দিন, সহকারী শিক্ষক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মোহাম্মদ সাইদুল হক বিএসসি, শাহানা বেগম, সহকারী মৌলভী আমেনা খাতুন, সহকারী শিক্ষক নাভীন তাবাসুম বাধন প্রমুখ।

শিক্ষাসামগ্রী বিতরণের সময় ফ্রেন্ডস ফোরামের সদস্যরা বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষায় স্মার্ট হতে হবে আর এই শিক্ষা স্মার্ট করতে হলে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। প্রযুক্তির ব্যবহারে লেখাপড়া করে নিজেকে বিকশিত করতে হবে। নিজেকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আলোচনার শেষে শিক্ষার্থীদের মাঝে একটি করে ফাইল, পস্নাস্টিকের স্কেল, কলম, গোলাপ ও রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী, কিশোরগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে