সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসে ফুলবাড়ীতে কবিতা পাঠের আসর

ইউনুছ আলী আনন্দ
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভালোবাসা দিবসে ফুলবাড়ীতে কবিতা পাঠ ও মোড়ক উন্মোচন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ফুলবাড়ী সাহিত্য পরিষদ ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ভালোবাসা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠিত কর্মসূচিতে ছিল ভালোবাসার কবিতা পাঠের আসর ও ফ্রেন্ডস ফোরামের বন্ধু কবি শাহজাদা খন্দকারের স্থান পাওয়া ৬৪ জেলার কবিদের নিয়ে যৌথ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ১৪ ফেব্রম্নয়ারি ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের উপদেষ্টা সাহিত্য সংস্কৃতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইসমাইল হোসেন বাদল। কর্মসূচির প্রথম পর্বে বন্ধু আদনান মানিকের সঞ্চালনায় ভালোবাসার স্ব-রচিত কবিতা পাঠ করেন আহ্বায়ক চারণকবি আজিজুল হাকিম মন্ডল, যুগ্ম আহ্বায়ক কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত ও যুগ্ম আহ্বায়ক কবি ও লেখক নুর ইসলাম, সদস্য সচিব কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ, ফ্রেন্ডস ফোরামের সিনিয়র সদস্য কবি ও গল্পকার তমসুর হোসেন, সদস্য কবি ও লেখক শাহজাদা খন্দকার, কবি ও লেখক নাজমুল হাসান, সদস্য কবি ও লেখক আব্দুল মান্নান, কবি ও লেখক নাজমুল হুদা, কবি আবু আনাস প্রমুখ। কবিতা পাঠ শেষে কবি ফ্রেন্ডস ফোরাম সদস্য কবি ও লেখক শাহজাদা খন্দকারের যৌথ কাব্য গ্রন্থ 'চৌষট্টি জেলার কবির মেলা'র মোড়ক উন্মোচন করেন অতিথি ও লেখক কবিরা। এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা ফুলবাড়ী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ফুলবাড়ী, কুড়িগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে