সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় আহ্বায়ক কমিটি গঠন ও গাছের চারা রোপণ

মো. সাইফুদ্দিন
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
সাতকানিয়ায় গাছের চারা রোপণ করছেন বন্ধুরা

একুশে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সাতকানিয়া উপজেলা শাখা গাছের চারা রোপণ কর্মসূচি পালন করে। ঐদিন দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠ শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এবং বড়দুয়ারা তালিমুল কোরআন নূরানি মাদ্রাসায় এই চারা রোপণ কর্মসূচি পালিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া উপজেলা প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. সাইফুদ্দিন তত্ত্বাবধান করেন। উপস্থিত ছিলেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সাতকানিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক সজল কান্তি দাশ, সহকারী শিক্ষক মোহাম্মদ সোহেল, নুরুল আলম, আরিফুল ইসলাম, রকিব উদ্দিন, তানজিমুল ইসলাম অনিক, আবদুলস্নাহ আল মামুন এবং শিক্ষক মোফাচ্ছেল হোসেনসহ আরও অনেকে। এর কয়েকদিন আগে সাতকানিয়া ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক : জহির উদ্দিন; যুগ্ম আহ্বায়ক : প্রধান শিক্ষক সজল কান্তি দাশ, প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, প্রধান শিক্ষক আব্দুল মালেক; সদস্য সচিব : মো. আরিফুল ইসলাম; যুগ্ম সদস্য সচিব : সিনিয়র সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক সরোজ চক্রবর্তী; সম্মানিত সদস্য : লাইফ ইন্সু্যরেন্স কর্মকর্তা রনধীর বিশ্বাস, সমাজসেবক দিল মোহাম্মদ, ফার্মাসিস্ট মো. মোরশেদ, ইউপি সদস্য হাজী মো. জসিম, তানজিমুল ইসলাম অনিক, মো. সিফাত, মো. জাকারিয়া, ইলিয়াস হোসাইন, ওবাইদুল হক রাফি, সজিব চৌধুরী, মো. আজিজ, মোস্তাক আহমদ, মো. আবদুল ও বোরহান উদ্দিন।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম সাতকানিয়া, চট্টগ্রাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে