শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বন্যাদুর্গত মানুষের পাশে কেন্দ্রীয় কমিটি

সাখাওয়াত হোসেন
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ত্রাণ হিসেবে পোশাক গ্রহণ করছেন কেন্দ্রীয় কমিটির বন্ধুরা

বন্যায় পানি নেমে গেছে। এখন পুরো এলাকার ক্ষতির চিহ্ন পরিষ্কার হয়ে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়াবার মানুষ কম। এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন দরকার। তাই কেন্দ্রীয় কমিটি সারাদেশের কমিটির সমন্বয়ে ত্রাণ কর্যক্রমের জন্য তহবিল সংগ্রহের কাজ চলমান রেখেছে। মঙ্গলবার ২৭ আগস্ট রাজধানীর মতিঝিল বীমা করপোরেশন ভবনের চতুর্থ তলায় আল আরাফাহ্‌ গ্রম্নপের অফিসে এক জরুরি মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক ত্রাণ কার্যক্রম চলমান আছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু ও আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাসেলের উপস্থিতিতে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ, মৃতদের জন্য শোক ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত ত্রাণ সংগ্রহের কাজ চলমান ছিল।

কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক অর্জুন কুমার বিশ্বাসের লেখা, সুর এবং কণ্ঠে মানবতার গান মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে। 'দশের লাঠি একের বোঝা মানেটা খুবই সোজা/দশে মিলে কাজ করলে ভয়ের কিছু নাই/বানভাসি মানুষের পাশে এসো দাঁড়াই, নিঃস্বরিত মানুষের পাশে এসো দাঁড়াই/নিরন্ন মানুষের প্রতি এসো হাত বাড়াই।' প্রথম দিন একটি টিম মিনি ট্রাকে যাত্রা শুরু করে মিরপুর ২, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, বসুন্ধরা সিটি, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ত্রাণসমাগ্রীর জন্য অর্থ সংগ্রহ করেন। এরপর বায়তুল মোকাররম মসজিদ এলাকা, চন্দ্রিমা উদ্যানসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহের জন্য কাজ করেন। সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাত বাড়িয়ে সহযোগিতা করেছেন। ছোট ছোট দোকান মালিক, পথচারী এ ধরনের লোকই এগিয়ে এসেছেন। অনেক গরিব মানুষকেও দেখা যায় ত্রাণ তহবিলে তার সমান্য পুঁজি থেকে কিছুটা দান করতে। অন্ধ ভিক্ষুকও এই ত্রাণ কাজে টাকা দান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাপড় বিক্রেতা সে কিছু কাপড় ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের হাতে তুলে দেন। ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য-সচিব আব্দুল হামিদের নেতৃত্বে এই কার্যক্রম চলমান রয়েছে। পরপর কয়েকদিন এই কার্যক্রমে চলমান ছিল এবং আছে। এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে আছেন বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু। সঙ্গে আরও যারা আছেন তারা হলেন - আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জাহিদ হোসেন বাবু, শামিমা আরা বেগম দিশা, সদস্য সচিব আব্দুল হামিদ, যুগ্ম সদস্য সচিব মাসুম পারভেজ, আফরিন আক্তার, বিজয় কৃষ্ণ মন্ডল, আব্দুলস্নাহ আল মামুন, আল আমিন মৃধাসহ আরও অনেকে।

বন্যায় বিশেষ করে বাড়িঘর অনেক ফসলের মাঠ তলিয়ে রয়েছে। এ জন্য আমাদের ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা সবাই মিলে চেষ্টা করব, তাদের জন্য কিছু করতে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু বলেন, 'সবাই মিলেমিশে আমরা একটা নতুন সমাজ গড়তে চাই। তিনি বলেন, রাষ্ট্রসংস্কার নয় বরং মানুষের সংস্কার দরকার, তবেই দেশ উন্নত হবে। যেসব অঞ্চল বন্যায় পস্নাবিত হয়েছে, সেই অঞ্চলগুলোকে বাড়তি গুরুত্ব দিতে হবে। আবার যেন সবাই ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য পুনর্বাসন প্রক্রিয়া নিতে হবে।' গানে গানে সহমর্মিতা জানিয়ে ও ব্যক্তিগত উদ্যোগসহ এই তিন ধাপে ত্রাণ ও অনুদান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়।

আহ্বায়ক

ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে