শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
শিশুসহ, নারী-পুরুষের মধ্যে ৩ শতাধিক পোশাক বিতরণ

বন্যার্ত মানুষের পাশে কেরানীগঞ্জের বন্ধুরা

শামসুর রহমান তুষার
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুরা ত্রাণ সরবরাহ কাজে নিয়োজিত

'বন্ধুত্ব করি, দেশ গড়ি' শ্লোগান নিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ এবার মানবিক সহায়তা পৌঁছে দিল বন্যাদুর্গত উপজেলায়। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ; সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী উপজেলার ভোড়বাজার ও ফাজিলপুর এলাকায় অসহায় মানুষের সহায়তায় শিশু, নারী-পুরুষের জন্য ৩ শতাধিক পোশাক উপহার হিসেবে পৌঁছে দেন। ২৮ আগস্ট, বুধবার যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ সহ-সভাপতি আনাস হাসানের নেতৃত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের মাধ্যমে ওই এলাকার মানুষের মধ্যে ফ্রেন্ডস ফোরামের উপহার পৌঁছে দেন তারা। শিক্ষার্থীরা বন্যাকবলিত পরিবারের মধ্যে তাদের ব্যক্তি উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে চাল-ডাল, তেল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, খেজুর, পানি, টোস্ট বিস্ু্কট, ক্রিম বিস্ু্কট, গুঁড়ো দুধসহ নিত্যখাদ্যপণ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় পরিবহণ সহায়তা করে বাংলাদেশ ডাক বিভাগ।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির সহ-সভাপতি আনাস হাসান বলেন, দুর্গত মানুষের জন্য কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। বন্যার্তদের সহযোগিতার জন্য একেবারে প্রান্তিক মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবাই এগিয়ে আসছেন। সভাপতি কাওসার আহমেদ বলেন, 'ফ্রেন্ডস ফোরাম মানবতার দেয়াল কার্যক্রমে অন্যদেরও অনুপ্রাণিত করছি। এমন উদ্যোগে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি, সে জন্য কাজ করছি। ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাসুম পারভেজ বলেন, 'দুর্দিনে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।'

সাংগঠনিক সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে