logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১১ কার্তিক ১৪২৭

  অনলাইন ডেস্ক    ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০  

সবুজে সাজাই ধরণীর বুক

শুরু হয়েছে বর্ষাকাল। প্রকৃতি তার নিজগুণে সিক্ত হচ্ছে। ষড়ঋতুর আবর্তে ধরণী কখনো রুক্ষ, কখনো সিক্ত আবার কখনো শীতকাতুরে হয়। মানুষের প্রয়োজনে প্রকৃতি তার রূপ পরিবর্তন করে। দিনদিন প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। ইট-পাথরের ইমারতে ভরে যাচ্ছে সব জায়গা। সবুজের দেখা মেলা ভার, তাই তো মাঝেমধ্যে প্রকৃতি তার রুদ্রমূর্তি ধারণ করে আমাদের শাসিয়ে যায়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ নানারূপ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই আমরা। তবুও আমাদের বোধোদয় হয় না, আমরা নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকি। আমরা চাই না আমাদের দ্বারা প্রকৃতির তথা আমাদের দেশের ক্ষতি হোক। সারাদেশের ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের প্রতি আহ্বান রাখছি তারা যেন তাদের নিজ নিজ এলাকায় চারাগাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘিরে রাখে। 'গাছ লাগাব ধরণীর বুকে, রাখব সবুজ' এই হোক আমাদের অঙ্গীকার।

বিভাগীয় সম্পাদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে