ভাষার মাসে শোক ভাসে
রক্ত ঝরার ইতিহাসে
বুকফাটা কান্না আসে
স্মৃতির পাতায় ছবি ভাসে।
স্মৃতির মিনার সাজাই আজও
ফুলে ফুলে তাই
ভাষা শহিদ হলো যারা
তারা আমার ভাই।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd