ভিকটিম বেস্নইমিং এবং আদালতের আশ্রয়ে এসেও বিপদগ্রস্ত এক নারীর গল্প
নির্দেশক্রমে মা-মেয়েকে আদালতের সামনে আনা হলো। অভিযোগ জবানবন্দি দেওয়ার পর তারা স্বাক্ষর করছেন না। শেষ বিকালে আমার খুব রাগ হচ্ছিল পিয়নের ওপর। নিশ্চয়ই সে ফরিয়াদি ও তার মায়ের সঙ্গে কোনো ঝামেলা করেছে।
ফরিয়াদি ডলি তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে একটি যৌতুকের