শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপিল বিভাগে তালিকাভুক্ত হলেন ১৭৭ আইনজীবী

ম আইন ও বিচার ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনার তালিকাভুক্ত হয়েছেন ১৭৭ জন আইনজীবী। আপিল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে হাইকোর্টের এসব আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি নুরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান। সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এসব আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে আপিল বিভাগের আইনজীবী হতে ১৪৩ জনের করা আবেদন স্থগিত

রাখা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে