বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে। ফলে এখন থেকে অধস্তন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রণকারী একমাত্র সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল থেকে আজ ২৭ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজড করার নিমিত্তে বাংলাদেশ বার কাউন্সিল সভার সিদ্ধান্তের আলোকে 'নিম্ন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন' টেলিটকের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এতে আরো বলা হয়, আগামী ৭ জুলাই তারিখের পর থেকে আর কোনো অবস্থাতেই পূর্বের ন্যায় ম্যানুয়াল পদ্ধতিতে 'নিম্ন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম' বার কাউন্সিলে জমা প্রদান করা যাবে না। নিম্ন আদালতের 'পিউপিলেজ রেজিস্ট্রেশন' অনলাইনে পূরণের পূর্ণাঙ্গ নির্দেশিকা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (িি.িনধৎপড়ঁহপরষ.মড়া.নফ) শিগগিরই
প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd