শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় কারাগারে বাদী

আইন ও বিচার ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় কারাগারে বাদী

পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছেন আলাদাত। ৯ ফেব্রম্নয়ারি দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন।

জসীম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বলস্নভপুর গ্রামের মান্নান প্যাদার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার বাবা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে সাতজনকে আসামি করে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলা নম্বর সি আর- ১০৫৯/২০২২।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পুলিশের তদন্ত থেকে জানতে পারে মন্নান প্যাদা দেনায় জর্জরিত হয়ে বিভিন্ন জনকে চেক প্রদান করে আত্মগোপনে চলে যান।

আদালত দীর্ঘ শুনানি ও তদন্তের পরে জানতে পারে ভিকটিম আত্মগোপনে ছিলেন। তাই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে