শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ভারতে ভার্চুয়াল আদালত চলমান রাখার নির্দেশ প্রধান বিচারপতির

আইন ও বিচার ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ভারতে ভার্চুয়াল আদালত চলমান রাখার নির্দেশ প্রধান বিচারপতির

ভারতে ভার্চুয়াল আদালত প্রযুক্তির ব্যবহার বন্ধের সিদ্ধান্তকে ভর্ৎসনা করেন দেশটির প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের বিচারিক কার্যক্রম অনন্তকাল চলমান রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

মহামারি করোনার প্রকোপ কমে যাওয়ার পর ভারতের হাইকোর্টের বিচারপতিদের অনেকে অনলাইন আদালতের ব্যবহার বন্ধ করে দেন। এ পরিপ্রেক্ষিতে গত (১৩ ফেব্রম্নয়ারি) অনলাইন আদালতের ব্যবহার চালু রাখার নির্দেশ দেন।

ভারতের প্রধান বিচারপতি বলেন, 'এখন থেকে অনন্তকাল পর্যন্ত ভার্চুয়াল আদালত প্রযুক্তির ব্যবহার চালু থাকবে। হাইকোর্টের বিচারপতিদের মধ্যে যারা মহামারিপরবর্তী সময়ে অনলাইন আদালত বন্ধ করে দিয়েছিলেন, তারা এটি ব্যবহার করে শুনানিতে বসবেন।'

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেন, তিনি 'অত্যন্ত বিরক্ত', কতিপয় হাইকোর্ট বিচারপতির ওপর, যারা কিনা জনগণের অর্থে কেনা প্রযুক্তি সরঞ্জাম বিনষ্ট করছে। তারা চাইলেই ক্যামেরা ও মাইক্রোফোনের সুইচ বন্ধ করে দিয়ে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সশরীরে আদালতে হাজির হতে বলতে পারেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে