শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐকমত্যের ভিত্তিতে পুনর্গঠন করা হলো সুপ্রিম কোর্ট বার নির্বাচনের উপ-কমিটি

আইন ও বিচার ডেস্ক
  ০৭ মার্চ ২০২৩, ০০:০০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন পরিচালনার জন্য উপ-কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠকের পর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপ-কমিটি পুনর্গঠন করা হয়েছে।

২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল পুনর্গঠিত উপ-কমিটির আহ্বায়ক বরাবর চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছেন। সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরীকে পুনর্গঠিত নতুন উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে। মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া (কচি), এ এস এম মোক্তার কবির খান, মোহাম্মদ আশরাফ-উজ-জামান খান, মো. আসাদুজ্জামান মনির ও এস এম গোলাম মোস্তফা তারাকে উপ-কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। এর আগে উপ-কমিটি নিয়ে বর্তমান কার্যকরী কমিটি বিভক্ত হয়ে পড়েছিল। কার্যকরী কমিটির সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) আবদুন নূর দুলাল আইনজীবী শাহ খসরুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের উপ-কমিটি ঘোষণা দেন। অপরদিকে কার্যকরী কমিটির সিনিয়র সহ-সম্পাদক (বিএনপি সমর্থিত) মাহফুজ বিন ইউসুফ আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সাত সদস্যের উপ-কমিটি ঘোষণা করেছিলেন। পরে উদ্ভূত পরিস্থিতিতে জ্যেষ্ঠ আইনজীবীরা বৈঠক করেন। বৈঠকে ঐক্যমতে আসার পর পুনর্গঠিত উপ-কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে