বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানির সময়সূচি পরিবর্তন

আইন ও বিচার ডেস্ক
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টের শুনানির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ২৭ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এ সময়সূচি অনুযায়ী চেম্বার জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জনস্বার্থে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সই করা বিজ্ঞপ্তির ভাষ্য মতে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চলতি বছরের ২০ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিমকে চেম্বার জজ মনোনীত করেছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ২৭ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রোব, সোম ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে