বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
সামাজিক যোগাযোগ মাধ্যম

অভিভাবকের অনুমতি ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবে না শিশুরা

আইন ও বিচার ডেস্ক
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

শিশুদের সমাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ করল আমেরিকার উটাহ প্রশাসন। সেই রাজ্যের শিশুরা তাদের অভিভাবকদের সম্মতি ছাড়া কোনোভাবেই নিজেদের ভুয়া বয়স দেখিয়ে সমাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী বছর মার্চ মাস থেকে নতুন এই আইনটি চালু করা হবে।

উটাহ প্রদেশের গভর্নর স্পেন্সার কক্স শিশুদের সমাজিক মাধ্যম ব্যবহার করা নিয়ে নতুন এই নিয়মটি চালু হওয়ার কথা ঘোষণা করেন। কক্স জানিয়েছেন, এ সংক্রান্ত দু'টি আইন প্রণয়ন করা হয়েছে। সেখানে অভিভাবকদের অনুমতি ছাড়া কমবয়সি শিশুদের রাত সাড়ে ১০টা থেকে পরের দিন ভোর সাড়ে ৬টা পর্যন্ত সমাজিকমাধ্যম ব্যবহার করা নিয়েও নিষেধাজ্ঞা রয়েছে।

সমাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পস্ন্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে নূ্যনতম বয়স সীমা যাচাই করার ব্যাপারে তেমন কড়াকড়ি নেই অধিকাংশ ক্ষেত্রেই। তাই যে বয়সে যা করার বা দেখার নয়, সেই জগতের হাতছানি থাকে। এ ছাড়াও সমাজমাধ্যম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে ছড়িয়ে পড়া রুখতে এবং শিশুদের ফাঁদে ফেলার চেষ্টাতে রাশ টানতেও এই নিয়ম বেশ কার্যকর হবে বলেই মনে করছেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে