আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য আগামী ১৭ নভেম্বর হতে যাওয়া বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার (এমসিকিউ) প্রবেশপত্র অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে। ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে এ প্রবেশপত্র সংগ্রহ করা যাচ্ছে।
এ বিষয়ে বার কাউন্সিলের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রবেশপত্র ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত টেলিটকের অনলাইন লিংক বা বার কাউন্সিলের ওয়েবসাইটে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে।
এ ছাড়া প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের তালিকা আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।