বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

বরিশালে এক বছর পর খোঁয়াড় থেকে মুক্তি পেল ৯টি ছাগল

আইন ও বিচার ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০
বরিশালে এক বছর পর খোঁয়াড় থেকে মুক্তি পেল ৯টি ছাগল

বরিশাল নগরীর মুসলিম কবরস্থানের ভেতর প্রবেশ করে ঘাস ও গাছপাতা খাওয়ার অপরাধে এক বছর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) খোঁয়াড়ে আটকে ছিল ৯টি ছাগল। নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় ২৪ নভেম্বর মুক্তি পেয়ে তরুণ উদ্যোক্তা মালিকের কাছে ফিরে গেছে তারা। ২০২২ সালের ৬ ডিসেম্বর বিসিসির তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহর নির্দেশক্রমে নগরীর তরুণ উদ্যোক্তা শাহরিয়ার সাচিব রাজিবের উন্নত প্রজাতির ১৫টি ছাগল আটক করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ১৫টি ছাগল বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানের গেট খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে। এই অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা। অভিযোগ আছে, বন্দি অবস্থায় কয়েকটি ছাগল বাচ্চা দিয়েছে। এরই মধ্যে অযত্নে আর অবহেলায় বেশ কয়েকটি বাচ্চা মারাও যায়। ছাগলগুলো আটকের পর থেকে সিটি করপোরেশনসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ভুক্তভোগী ওই পরিবারটি মাসের পর মাস পেরিয়ে গেলেও ফিরে পায়নি তার পালিত ছাগলগুলো। অবশেষে আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নজরে আসে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাতের। পরে তার নির্দেশনায় বিসিসি কর্তৃপক্ষ আটককৃত গবাদি পশুগুলো মালিক রাজিবের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকালে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে