অধস্তন আদালতের ১৬ জন বিচারককে বদলি করেছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ বা সম পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সম পদমর্যাদার ৭ জন বিচারককে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ নভেম্বর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বদলিকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।