বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সুপ্রিম কোর্টে নির্মিত হচ্ছে ১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবন

আইন ও বিচার ডেস্ক
  ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সুপ্রিম কোর্টে নির্মিত হচ্ছে ১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবন

সুপ্রিম কোর্টে ১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় প্রধান বিচারপতি রেকর্ড ভবনটি স্মার্ট জুডিশিয়ারির অংশ বলে অবিহিত করেছেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা।

রেকর্ড ভবনটির নির্মাণকাজ উদ্বোধন শেষে প্রধান বিচারপতি প্রকল্পটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের একটি নিরাপদ রেকর্ড ভবন প্রয়োজন- যাতে আগুন না লাগে। এই রেকর্ড ভবনটি আমাদের স্মার্ট জুডিসিয়ারির একটি অংশ।

প্রসঙ্গত, ১৪ তলা বিশিষ্ট রেকর্ড ভবনটিতে তিনটি বেজমেন্ট থাকবে যেখানে ১৫৯টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

পাশাপাশি পাম্প রুম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ড্রাইভার ওয়েটিং রুম এবং কার্গো লিফটের সুবিধাও থাকবে। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২ জুন নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ভবনটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে