শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৃত ব্যক্তিকে সাজা দিয়ে দুঃখ প্রকাশ করলেন সুইডেনের আদালত

আইন ও বিচার ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

সুইডেনের সুপ্রিম কোর্ট এক ব্যক্তির বিরুদ্ধে মামলায় তাকে সাজা দিয়ে রায় দিয়েছেন। কিন্তু আদালত জানতেন না, যার বিরুদ্ধে মামলার রায় দেওয়া হয়েছে, তিনি আর বেঁচেই নেই। আইনবিষয়ক পত্রিকা দাগেনস জুরিডিক এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, রায় ঘোষণার পরই আদালত প্রথম জানতে পারেন, আসামি অনেক আগেই মারা গেছেন।

সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরেই মৃতের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছেন। সর্বোচ্চ আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এ রকম পরিস্থিতি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। সুপ্রিম কোর্ট প্রতি বছর প্রচুরসংখ্যক মামলার বিচার কাজ চালান ও রায় দেন। এই প্রক্রিয়ায় অনেক লোক জড়িত থাকেন।

সংশ্লিষ্ট কারো মৃতু্যর তথ্য সব সময় আদালতের হাতে পৌঁছায় না। শীর্ষ আদালত আরও জানিয়েছেন, তাদের ওয়েবসাইটেও এই মামলার রায় প্রকাশ করা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে