শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শাড়ি পছন্দ-অপছন্দের বিবাদ থেকে মামলা গড়াল আদালতে

আইন ও বিচার ডেস্ক
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
শাড়ি পছন্দ-অপছন্দের বিবাদ থেকে মামলা গড়াল আদালতে

স্বামীর পছন্দের শাড়ি পরতে রাজি নন স্ত্রী। আর তা নিয়েই মামলা গড়াল আদালতে। বিয়েবিচ্ছেদের জন্য আবেদন করেছে দম্পতি। ভারতের আগ্রার সেই দম্পতি প্রথমে একে অপরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ দায়ের করেন। পরে আদালতের দ্বারস্থ হন তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগ্রার বাসিন্দা দীপক প্রায় আট মাস আগে বিয়ে করেন। স্ত্রী উত্তর প্রদেশের হাতরস জেলার বাসিন্দা। দীপকের অভিযোগ, তিনি চেয়েছিলেন যে স্ত্রী তার পছন্দের শাড়ি পরুক। কিন্তু তাতে রাজি হননি স্ত্রী। এই নিয়ে নিত্যদিন তাদের ঝগড়া লেগে থাকত।

শাড়ি পরা নিয়ে দু'জনের মধ্যে বিবাদ চরমে পৌঁছলে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন তারা। দু'জনেই সেখানে বিচ্ছেদের ইচ্ছাপ্রকাশ করেছেন।

অন্যদিকে, বিচ্ছেদে ইচ্ছুক ওই দম্পতির পরিবারের সদস্যরা তাদের বিচ্ছেদ আটকাতে আপ্রাণ চেষ্টা করছেন। তবে বারবার পরিবারের হস্তক্ষেপ সত্ত্বেও তাদের মীমাংসা হয়নি। মার্চেই আগ্রার আদালতে তাদের বিচ্ছেদের মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে