বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বস্তা ভর্তি টাকা নিয়ে লাপাত্তা, উপ-সচিবের বিরুদ্ধে বার কাউন্সিলের মামলা

আইন ও বিচার ডেস্ক
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
বস্তা ভর্তি টাকা নিয়ে লাপাত্তা, উপ-সচিবের বিরুদ্ধে বার কাউন্সিলের মামলা

বাংলাদেশ বার কাউন্সিল থেকে মূল্যবান নথি, মালামাল এবং ঘুষের টাকা নিয়ে যাওয়ার ঘটনায় বার কাউন্সিলের পলাতক উপ-সচিব মো. আফজাল-উর রহমান, দারোয়ান মো. বদিউজ্জামান, মাসুম বিলস্নাহ, অজ্ঞাত তালা খোলার মিস্ত্রির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের সহকারী রেজিস্ট্রার শারমিন সুলতানা রাব্বি ১৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলা এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের উপ-সচিব মো. আফজাল-উর রহমানের বিরুদ্ধে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির অভিযোগ করে অপসারণ দাবি করাকালীন সুপ্রিম কোর্টের কয়েকশ আইনজীবী ও ছাত্র-জনতা গত ১৩ আগস্ট দুপুরে অফিসে আসার আগেই তিনি খবর পেয়ে পালিয়ে যান।

তখন আইনজীবীরা ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তার অফিস চেম্বারে তালা মেরে চাবি বার কাউন্সিলের সচিবের জিম্মায় রাখেন। বিষয়টি বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেলকে তাৎক্ষণিক অবহিত করা হয়। তারপর থেকে উপ-সচিব মো. আফজাল-উর রহমান ছুটি ছাড়া পলাতক থাকেন।

এজাহারে আরও বলা হয়, শুক্রবার দুপুর ১২টা ৩২ মিনিটে মো. আফজাল-উর রহমান তার ব্যক্তিগত গাড়ি, ঢাকা মেট্রো-গ ২৩-৫১৩৫নং যোগে অফিসে এসে দারোয়ান বদিউজ্জামান ও মাসুম বিলস্নাহর সহযোগিতায় বহিরাগত তালা খোলার একজন মিস্ত্রিকে সঙ্গে নিয়ে ৫ম তলায় তার অফিস কক্ষে ঢুকে অফিসের সব মূল্যবান রেজুলেশনসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন মালামাল (ছোট-বড় মিলিয়ে ৫ বস্তা) নিয়ে দুপুর ১টা ৮ মিনিটে নিজ গাড়িযোগে পালিয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে