বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

গ্রামের পাত্রকে বিয়ে করলেই মিলবে আর্থিক পুরস্কার!

আইন ও বিচার ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গ্রামের পাত্রকে বিয়ে করলেই মিলবে আর্থিক পুরস্কার!

জাপানের গ্রামাঞ্চলে দিন দিন কমছে মহিলাদের সংখ্যা। গ্রামাঞ্চলে মহিলাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য অভিনব উদ্যোগ নিতে চলেছে জাপান সরকার। টোকিও থেকে গ্রামাঞ্চলে গিয়ে বিয়ে করলেই মহিলাদের জন্য থাকবে বিশেষ সুযোগ। জাপান সরকারের বিশ্বাস এই উদ্যোগের ফলে শিক্ষা কিংবা কর্মক্ষেত্রের অজুহাতে জাপানি মহিলাদের টোকিওতে থাকার প্রবণতা কমবে। জাপানের গ্রামাঞ্চলের মহিলারা কেউ পড়াশোনার জন্য, কেউ আবার চাকরি সূত্রে টোকিওতে এসে বসবাস শুরু করছেন। কাজ শেষেও তারা আর গ্রামে ফিরতে রাজি নন। সেই কারণে গ্রামের দিকে পুরুষ ও মহিলার সংখ্যার মধ্যে ভারসাম্য বিগড়ে যাচ্ছে। এই কারণে জনসংখ্যার হারও কমছে। সম্প্রতি জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে টোকিও থেকে যে মহিলারা গ্রামের দিকে গিয়ে সংসার পাতবেন, তাদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও যাতায়াতের খরচ, বিয়ের খরচ পুরোটাই বহন করবে জাপান সরকার।

জন্মহার কমার নেপথ্যে টোকিওর কড়া অভিবাসন নীতিও অন্যতম কারণ বলে মনে করে বিভিন্ন সামাজিক সংগঠন। ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি নামক একটি সরকারি সংস্থার ২০২১ সালের সমীক্ষার ফলাফল জন্মহারের অনুপাত সম্পর্কে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। সমীক্ষা অনুসারে, ১৮ থেকে ৩৪ বছর বয়সি ১৭.৩ শতাংশ পুরুষ এবং ১৪.৬ শতাংশ মহিলা বলছেন যে, তাদের বিয়ে করার কোনো ইচ্ছে নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে