অদ্ভুত ফল ও তিন বন্ধু
অপার মায়ায় ঘেরা গ্রাম, তার পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। নদীর একপাশে ঘন জঙ্গলে পরিপূর্ণ। আর অপর পাশে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গ্রামটির নাম হলো আদিলপুর। এখানে হাজার তিনেক মানুষের বসবাস। সবাই মিলেমিশে থাকে এখানে। বন্যা হলে গ্রামটি ছেড়ে চলে