ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের প্রতিফলন
বাংলা সাহিত্যের ইতিহাসে সব্যসাচী লেখক সৈয়দ শাসসুল হকের (১৯৩৫-২০১৬) উপন্যাসসমূহে এসেছে বিষয় ও ভাবনায় নতুনত্ব। তিনি ইউরোপীয় ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের আবিষ্টতায় কখনো সমাজের পিচ্ছিল-ক্লেদাক্ত জীবনস্রোত ফুটিয়ে তুলেছেন, আবার কখনো স্বাধীনতা সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধের আবহকে বিষয়বস্তু হিসেবে