logo
সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৬

  সালাম সালেহ উদদীন   ৩১ জুলাই ২০২০, ০০:০০  

অণু কবিতা

১.

দূর-কুহেলিকা যেন মায়াময় প্রলেপ

মনের আবেগ অগ্নিবলাকা হয়ে যায়

২.

গভীর অশ্রম্নপাতের মাঝে

ভেজা চোখে দেখি রঙিন ফানুশ

৩.

মুগ্ধতা অপার বিস্ময় এ কথা জানে সবাই

ঘোর লাগা অলস জোছনা এবার বৃত্ত ভাঙবে

৪.

নিঃশব্দ অন্ধকার আর শব্দহীন শিশিরের মতো

মৃতু্য এসে কড়া নাড়ে বেলা-অবেলায় দুঃসময়ে

৫.

জলের গভীরে আরও গভীরে তোমার নগ্ন-প্রয়াস

উপভোগ করি রাহস্যিক লোভাতুর মনে ও মননে

৬.

বেদনার ইতিহাস পড়ে থাকে দুঃখের ভাগাড়ে

বাতাসে বাজে তার করুণ আর্তনাদ

৭.

কিছু প্রত্যাশা উড়ে যায় পাখি হয়ে

কিছু প্রত্যাশা মরে থাকে অন্ধকূপে

৮.

মনকে ভেজাই বারে বারে

মন ভেজে না দূষিত অচল-জলে

৯.

রেশমি পোশাকের ভাঁজে ভালোবাসা খেলা করে

মায়াবী চোখ ডুবে থাকে গহীনজলে জলজ মনে

১০.

আত্ম-স্তব্ধতার যন্ত্রণা কেউ বোঝে না

মানুষ বোঝে বাইরের নগ্ন-কোলাহল

১১.

ছায়াপথের মাঝে আমি নেই

আমি আছি তোমার হৃদয়-রথে

১২.

ঘুমের দূর অতলে তোমার চেতনা

আমার চেতনা ভালোবাসাকে ঘিরে

১৩.

হৃদয়কে গীতিময় করে তোমার কাছে যাই

তুমি ফুটে আছো কালো-গোলাপ হয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে