মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
গ্র ন্থা লো চ না

এক চিলতে রোদ্দুর

  ২৩ এপ্রিল ২০২১, ০০:০০
এক চিলতে রোদ্দুর

বহুমাত্রিক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন শিশির বিন্দু। তিনি একজন কবি, লেখক, গবেষক, চিত্রশিল্পী, কত্থক নৃত্যশিল্পী। তিনি গান লেখেন, গানে সুরও করেন এবং গান গাইতে ভালোবাসেন। অসাধারণ প্রতিভাদীপ্ত তিনি। ২০১৭ সালে তার প্রথম কাব্যগ্রন্থ সত্যকাব্য প্রকাশিত হয়। ২০১৮ সালে তার জন্মাঞ্চল নেত্রকোনার আঞ্চলিক ভাষা নিয়ে প্রকাশিত হয় মগড়াকথন কাব্যগ্রন্থ। আর ভাবকথা, ভাবগান ও ভাবকবিতা নিয়ে ভাবফুল ও মিশ্র কবিতার বই তারপর। ২০১৯ সালের ফেব্রম্নয়ারিতে উপন্যাস মেঘার মেঘলা একদিন প্রকাশিত হয়। তার ইংরেজি কবিতার বই ডিপ ওমেন প্রকাশিত হয়েছে। তিনি ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়মিত গল্প, কবিতা, প্রবন্ধ লেখেন। ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে তার কবিতার বই এক চিলতে রোদ্দুর। এই কাব্যগ্রন্থ যেন জীবনকে আলোকিত করে। জীবনের নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়। জন্ম হয় নতুন বিশ্বাস, নতুন আশাবোধের। এই গ্রন্থে ২০৫টি কবিতা রয়েছে। উলেস্নখযোগ্য কবিতা হচ্ছে- সত্য আত্মগোপনে, সুখের অসুখ, মাংসের জামা, ফাগুনের আগুন, নিশানায় বাজিমাত, ইচ্ছাঘুড়ি, মেঘলা আকাশ, ভাবপোকা, ছায়া সানব, স্বর্ণলতিকা, নির্বাক সহযাত্রী, জলধীপুরাণ, জলজভূমি, মানুষ চাষি, প্রেম সাধক ও আগামীর কর্ণধার। আসছে বছর কবিতায় তার উচ্চারণ একটা করে পাতা ঝরে সেই হাজার বছরের বটবৃক্ষ থেকে/ যেভাবে ঝরে যায় একটি বছর জীবনবৃক্ষ থেকে। সুখের অসুখ কবিতায় তার উচ্চারণ- সুখের অসুখ লেগেছে আমার মনে/দুখের নেই কোনো স্থান এই ধু-ধু প্রান্তরে। আয়ুতেজ কবিতায় কবি লিখেছেন, চশমা ঘোলা হয়ে ওঠে/ফ্রেমে বাঁধি মহাকালে গতি। শূন্যে ভাসব কবিতায় অন্য রকম কথা, দেখার মাঝে যে অদেখা থাকে/ ভুলের মাঝে থাকে যে আক্ষেপ। তার কবিতাগ্রন্থজুড়ে এমন অনেক অসাধারণ চরণ রয়েছে যা পাঠককে মুগ্ধ করবে। রাজনৈতিক পরিবারে জন্ম শিশির বিন্দুর। তবে শিল্প-সাহিত্যের চর্চা অনেক আগে থেকেই এ পরিবারে ছিল। তিনি তার উজ্জ্বল সহযাত্রী। তাকে অভিনন্দন। এগিয়ে যাক তিনি তার অনন্য সৃষ্টি নিয়ে।

এক চিলতে রোদ্দুর

প্রথম প্রকাশ- ফেব্রম্নয়ারি ২০২১

প্রকাশনা সংস্থা-বিভাস

প্রচ্ছদ- শিশির বিন্দু বিশ্বাস

মূল্য- ৩৫০ টাকা

আশরাফ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে