শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আমার সীমান্ত পাড়ে ঝরে নীল দিন

মোশাররফ হোসেন
  ২৩ এপ্রিল ২০২১, ০০:০০
আমার সীমান্ত পাড়ে ঝরে নীল দিন

আমার লেখা পড়ে খুঁজবে, এর মধ্যে কোনো

কবি আছে কিনা? লেখনীর সীমান্ত লয়ে

যদি প্রশ্ন থাকে, কী জানতে চাও আমার কাছে?

কেনো বন্ধ হবে কোলাহল, অশান্ত মনোবল, আমার

সীমান্ত পাড়ে, ঝরে নীল দিন।

বিরান প্রান্তরে এখনো বজ্রমুষ্ঠি হাত গগনমুখী,

ওই দ্যাখো উদয়াস্ত ভেদ করে চোখ চলে যায়,

উঠে এসো বলে, ভেদ নেই, কোনো ভেদ নেই, সমস্ত টাই

এক, ঝরা অনুতাপ, নয়তো অমলিন, আমার সীমান্ত

পাড়ে ঝরে নীল দিন।

\হদাম্ভিকতা দর্পিত পায়ে দাঁড়ালে অহিংসার

অভিশাপে দেহ জ্বলে পুড়ে ছাই, মানবতার রাস্তা কি ওই?

পাশে ঘিরে ঘিরে চলে শরণার্থীর দল, নম্র বন্ধু, অনুগামী,

ওরা শান্তির দূতবাহী।

নব জাতকুতার কী দোষ?

কী অপরাধ? কাঁধে ঋণের বোঝা,

\হদেয়ালের গায়ে গুলির গর্ত, পথে ঘাটে

রক্ত চিত্র, ভালো না মন্দ? মন্দ না ভালো? কী আছে

ভাগ্যে কার? আমার সমস্ত বাক্যে শাণিত তলোয়ার,

আগুনে নিক্ষেপ করা অগ্নি কয়লার উপাদান, কে আছে

অগ্রজ, আশার নাম নিরাশা, যদি মৃতু্য এসে বলে,

\হতোমাকে করুণা করলাম, সে শুধু বাতুলতা মাত্র।

মস্তিষ্কের স্মৃতি শক্তি যেন অপরিসীম ক্ষয়, লেখা

যে কথা কয়, ভোর রাত্রি যেন আমায় খুঁজে, জোসনা

ফুলের মাঝে নির্জন মুখ গুজে; স্বপ্নের বিষাদে মুখ

মিশিয়ে আমার খেলা হয়, হয় বিপন্ন বিস্ময়,

হইনি আমি বাধা হীন,

যেন আমর সীমান্ত পাড়ে ঝরে নীল দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে