মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

আপনার সন্ধ্যানদী

সালাম সালেহ উদদীন
  ২৩ এপ্রিল ২০২১, ০০:০০
আপনার সন্ধ্যানদী

(কবি শঙ্খ ঘোষের প্রয়াণে)

সন্ধ্যানদীর জল কতটা স্বচ্ছ ভালোবাসাপ্রবণ

নিরাবেগ আকর্ষণীয় ছিল

তা কেবল আপনারই ভালো জানা

বহু বছর পর জন্মগ্রাম আর সন্ধ্যানদীর জল

দেখে আপনি বিমুগ্ধ স্মৃতিতাড়িত হয়ে পড়েছিলেন

আপনি কালের ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছিলেন

একজন বিবেকি মানুষ হিসেবে

খোঁজ করেছিলেন অসাম্প্রদায়িকতা মানবতার

আপনি কেবল কবি নন অবতার

বিপন্ন মানুষের প্রাণ-প্রতিনিধি

নীতির প্রশ্নে নিরাপস ছিলেন আপনি

আশা-সন্ধ্যানী মানুষকে দিয়েছেন আশা-ভরসা

আপনি রবীন্দ্র-উত্তর কবিদের দিকপাল অভিভাবক

বাংলা কবিতায় এনেছেন নতুন সুর-ঝংকার

নীড়সন্ধ্যানী তরুণ কবিরা আপনাকে নিয়ে মাতোয়ারা

আপনি বলেছিলেন শব্দহীন হও

আপনার কথাই সঠিক কেবল ব্যক্তি নয়

পৃথিবী আজ শব্দহীন অসার উৎপাদনহীন

আরও বলেছিলেন গহ্বরে মিলিয়া যায় স্বর

কেবল স্বর মিলায়নি স্বপ্নও মিলিয়ে গেছে

আপনি মিলিয়ে গেলেন দূর আকাশে

আপনার অভিনব সৃষ্টি মানবতা উদারতা

পৃথিবীর মানুষকে পথ দেখাবে

পথ দেখাবে বাংলা কবিতাকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে