মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

মৃতু্য উপত্যকায় দাঁড়িয়ে

অলোক আচার্য
  ২৩ এপ্রিল ২০২১, ০০:০০
মৃতু্য উপত্যকায় দাঁড়িয়ে

পৃথিবী দাঁড়িয়ে আছে মৃতু্য উপত্যকায়

এক পা বাড়ালেই অন্তহীন গভীরে

ডুবে যাওয়ার ভয়; অপেক্ষায় আমিও

অপেক্ষায় সব মানুষ। অথচ এখানে নেই আজ

কোনো পায়ে হাঁটা মানুষের চিহ্ন

ধানসিঁড়ির তীর ডুবে গেছে ধানসিঁড়ির বুকে

এখানে দিন-রাত চলে শবদেহের মিছিল।

কোনো স্স্নোগান নেই, প্রতিবাদ নেই

শরীর জুড়ে কেবল নিস্তব্ধ নীরবতা।

পৃথিবী আজ যেন থেমে গেছে হঠাৎ

কবিতার শব্দগুলো অন্ধকারে বন্দি হয়েছে

রাতের পাখিরও সময় কাটে অমাবশ্যার ভয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে