শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বপ্নের ঠিকানা

শাহনাজ পারভীন
  ১৭ মার্চ ২০২৩, ০০:০০

মানুষ তার স্বপ্নের সমান বড়...

স্বপ্নগুলো বেড়ে ওঠে রোদ, জল, মেঘ আর

জ্যোৎস্নার পস্নাবন মাখা

ঘোরলাগা মননের গভীর সুতোয়।

অতঃপর সে কাঁদে, হাসে, এগিয়ে চলে পিলপিল

পিঁপড়ের মতো তিলতিল সঞ্চয় মুখে অনাবিল।

জগতের সুগন্ধি মৌতাত ফুলগুলো

গ্রন্থিবদ্ধ হয় বুননের সুরে

সুর ছাড়া কোনোভাবে কে বাঁধে

জগতের বিনিসুতো তারে!

যিনি বাঁধেন, তিনি রাঁধেন, তিনি হেঁটে চলেন

হা-মুখো ম্রিয়মাণ কালে

তারপর একে একে স্বপ্নগুলো

আপন ঠিকানায় হেসে ওঠে, বেঁচে ওঠে

অদ্ভুত বন হরিণ মায়ারানী বেশে

তখন সে স্নপ্নের ঠিকানায়

ঠিকঠাক যাপন করে সুখ, দুঃখ,

নিযুত গল্প মেখে নির্ভরতার অবসরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে