শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলন্তিকা

মো. মুজিবুর রহমান
  ১৭ মার্চ ২০২৩, ০০:০০

আমি চলছি, তুমিও চলেছো

আমার সহচারিণী হয়ে,

অনাদিকাল ধরে শুধুই চলেছি

এই অজানা আঁকাবাঁকা পথে-

জানি না এ চলার শুরু আর শেষ।

জানতে চেয়েছি যতবার,

গেছি তলিয়ে অনেক গভীরে

চুরুট কুন্ডলীর মতো ঘুরপাক খেতে খেতে,

নিক্ষিপ্ত হয়েছে আমার নিঃশেষিত ধ্বংসাবশেষ

অনেক অনেক দূরে।

এই ছোট্ট রুদ্ধ কারাগারে

বেনিয়ানের চোখে চোখ রেখে দেখেছি,

পাপ-বোঝায় কাতর পাপিষ্ঠের পিচ্ছিল পথ।

মিল্টনের অন্ধ চেখে দৃষ্টি-পাথর বসিয়ে দেখেছি-

জ্ঞান বৃক্ষের গৌরব গেছে ধুলায় লুটিয়ে।

কার্সিয়ান ঈশ্বরের সুপ্ত নিঃশ্বাসে বিশ্ব তখনো উষ্ণ,

পেস্নটোর ভাব-বাদ গেছে অনেক পিছিয়ে।

শুধুই ঘুরছি সীমাহীন নীলিমায় নির্দিষ্ট কক্ষ পথে

স্যার ক্রুক্সের পরমাণুর ক্ষুদ্রতম ইলেকট্রন হয়ে।

নিজের অজান্তে লেজটুকু গেছে খসে-

হয়তবা মাথাসর্বস্ব রামছাগীর ঘুঁটি দুটি নিয়ে

দারউইন তবুও যুগের চ্যালেঞ্জ

সত্যের মুখোমুখি দাঁড়িয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে